বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েট শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার পর থেকে শিক্ষার্থীরা ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সোমবার (২৫ আগস্ট) বুয়েটের ইইই-১৭ ব্যাচের শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নেসকো কার্যালয়ে ডেকে ডিপ্লোমাধারীরা গলা কেটে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে এক পোস্টে জানান, “ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ থাকা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ বিকেল ৩টায় শাহবাগের অবরোধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলন প্রকৌশল খাত সংস্কার ও সব প্রকৌশলীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে নেসকোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. প্রকৌশলী রোকনের ওপর হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করা।
২. প্রকৌশলীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ‘প্রকৌশল খাত সংস্কার কমিশন’ গঠন।
৩. প্রকৌশল অধিকার আন্দোলনের ঘোষিত তিন দফা বাস্তবায়ন।
শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ছয় মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালালেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
এসআর
মন্তব্য করুন: