[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ঢাকায় দুই সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার ব্যাস্ত দুটি সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা ও মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা।

ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে অবস্থান নেন।

আর বেলা ১১টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খান একাধিক পদে থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে বলেও তারা দাবি করেন। এর আগে টানা দুইদিন মানববন্ধন করেও সমাধান না মেলায় তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

বনানী থানার ওসি মেহেদী হাসান জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্রাফিক ডাইভারশন :
মহাখালী বা জাহাঙ্গীর গেট থেকে উত্তরমুখী যানবাহন আমতলী হয়ে গুলশান-১, সেখান থেকে গুলশান-২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর