[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আব্দুল্লাহপুর-টঙ্গীতে সেতু নির্মাণ ও সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ১:৪৬ পিএম

ছবি তুলেছেন শহিদুল ইসলাম খোকন

আব্দুল্লাহপুর-টঙ্গী সেতু নির্মাণ ও সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে আব্দুল্লাহপুর ও টঙ্গীবাসীর উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যাম ফাউন্ডেশন’সহ সর্বস্তরের মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের বেহাল দশার কারণে যানবাহন ও মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রতিদিন হাজারো ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আব্দুল্লাহপুর-টঙ্গী সড়ক ব্যবহার করেন। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কার এবং অস্থায়ীভাবে বেইলি ব্রিজ স্থাপন জরুরি।

বক্তারা আরও বলেন, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেইলি ব্রিজ স্থাপন ও সড়ক সংস্কারের দাবি জানাই।

এ ছাড়া জননিরাপত্তার স্বার্থে সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন, চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট নির্মাণ এবং জ্ঞানচর্চার জন্য একটি পাবলিক লাইব্রেরি স্থাপনেরও দাবি জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর