রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি ভবনটির কেয়ারটেকার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে।
আহতদের একজন সাওদা সিদ্দিক মেহা, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন,
“হেলমেট পরা ছিল আমার সৌভাগ্য। হঠাৎ দেয়াল ভেঙে পড়ে কংক্রিটের আঘাতে হেলমেট চৌচির হয়ে যায়। মাথায় আঘাত লাগেনি, তবে ঘাড় ও পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আল্লাহ হেলমেটের উসিলায় জীবনটা বাঁচিয়ে দিলেন।”
শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের এবং নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সরেজমিনে দেখা যায়, ভবনের সামনের পুরো দেয়াল ভেঙে পড়ে সড়কের প্রায় অর্ধেক অংশ ঢেকে যায়। পরে পুলিশ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এসআর
মন্তব্য করুন: