রাজধানীর মহাখালীতে একটি পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় মহাখালী রাওয়া ক্লাবের পাশে অবস্থিত ইউরেকা ফিলিং স্টেশনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের অফিসার শাহজাহান শিকদার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার পরপরই সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আতঙ্ক ছড়িয়ে দেয় আশপাশের এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী গাড়ি থেকে তেল নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। প্রথমে কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এসআর
মন্তব্য করুন: