চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করছে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’।
মহাসমাবেশটি শনিবার বেলা ১১টার থেকে শুরু হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এরআগে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি।
‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ সমন্বয়ক মো. আরিফ বলেন, ‘আমরা এ মহাসমাবেশ থেকে শনিবারের মধ্যেই আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই।
এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।’
এসআর
মন্তব্য করুন: