শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুলের তোড়া হাতে শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত কিছু লোক তাকে ‘আওয়ামী লীগ আওয়ামী লীগ’ বলে চিৎকার করতে থাকে।
এক ব্যক্তি তার হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। তোড়ায় লেখা ছিল -“১৫ আগস্ট জাতীয় শোক দিবস”।
কান্নাজড়িত কণ্ঠে ওই রিকশাচালক বলেন, “আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি। শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ফুল কিনেছি—এটা আমার সারাদিনের কষ্টের টাকা। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, কোনো রাজনীতি বা দলের সঙ্গে আমার সম্পর্ক নেই।”
ঘটনার সময় কয়েকজন তার রিকশা ভাঙার চেষ্টা করে এবং পালাতে গেলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান সুমন জানান, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভোর থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।
বঙ্গবন্ধুর বাড়ির সামনে ও আশপাশের সড়কে ব্যারিকেড বসানো হয় এবং যান চলাচল বন্ধ রাখা হয়। সকাল থেকে সেখানে ভিড় করেন অনেক মানুষ।
এসআর
মন্তব্য করুন: