[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ৩:২২ পিএম

সংগৃহীত ছবি

টানা বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ আর সড়কের বেহাল অবস্থায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজট দেখা দেয়। সাইনবোর্ড থেকে মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় কোথাও ধীরগতিতে, আবার কোথাও সম্পূর্ণ থেমে আছে যানবাহন।

বৃষ্টির পানিতে গর্ত ভরে গিয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় গর্তে আটকে একাধিক ট্রাক ও বাস বিকল হয়ে পড়ে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের চলমান নির্মাণকাজ ও বিকল্প রাস্তায় যানবাহনের চাপ বেড়ে মদনপুরে এশিয়ান হাইওয়ের দুরবস্থার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে, যা আরও দীর্ঘ হয়।

যাত্রী কিশোর হোসেন বলেন, “সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তিন ঘণ্টা লাগে, কিন্তু আজ আট ঘণ্টা ধরে রাস্তায় বসে আছি। ভোগান্তির শেষ নেই।”

যানজটের প্রভাবে মহাসড়ক সংলগ্ন ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, যানজটের কারণে ক্রেতা আসতে পারছে না, পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে, ফলে প্রতিদিনই বড় ক্ষতি হচ্ছে। তিনি দ্রুত সড়ক সংস্কার ও অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ, মদনপুর থেকে এশিয়ান হাইওয়ের নাজুক অবস্থা এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে, যা যানবাহনের গতি খুব ধীর করে দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর