[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ১০:০৮ পিএম

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উত্তরা প্রেসক্লাব।

হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানা ফটকের সামনে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ইত্তেফাক-এর সিটি প্রতিনিধি জাহাঙ্গীর কবির, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহাম্মেদ নয়ন, মাই টিভির প্রতিনিধি শাহজালাল জুয়েল, নারী বিষয়ক সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মাহমুদা আক্তার পূষন, অর্থ সম্পাদক ও জনকণ্ঠ-এর প্রতিনিধি ইসমাইল হোসেন শামীম, যুগান্তর-এর প্রতিনিধি অ্যাড. আরিফুল ইসলাম, একুশে টিভি-এর প্রতিনিধি ইমন চৌধুরী, আপ্যায়ন সম্পাদক ও আমার প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং প্রচার সম্পাদক ও বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মো. ইব্রাহীম প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর