ঘটনার পর থেকে মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর একজন নিখোঁজ রয়েছেন।
ঘটনার পর থেকে মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর একজন নিখোঁজ রয়েছেন
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ২টা থেকে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টার মধ্যে জয়নাল টাওয়ারের নিচতলায় পাশাপাশি থাকা বিসমিল্লাহ জুয়েলার্স, শিহাব জুয়েলার্স ও শফিক জুয়েলার্সে চুরি হয়। ধারণা করা হচ্ছে, চোরেরা মার্কেটের পেছনের গেট দিয়ে প্রবেশ ও পালিয়ে যায়।
শফিক জুয়েলার্সের মালিক ওমর ফারুক জানান, তার দোকান থেকে প্রায় ৯০-৯৯ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রুপা ও ৫৭ হাজার টাকা লুট করা হয়েছে। শিহাব জুয়েলার্স থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রুপা এবং সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়েছে বলে জানান দোকানের কর্মচারী সাগর।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, পলাতক নিরাপত্তাকর্মী কামাল ব্রাইট সার্ভিস নামের একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ পান। তার পরিচয়পত্র, নাম ও ঠিকানা ভুয়া। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: