[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার রাজধানীর ১২ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ১২:১৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ও আশপাশের অন্তত ১২টি এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস-মৌচাক বাসস্ট্যান্ড ও বউ বাজার ব্রিজ-গোদনাইল-এনায়েতনগর-সিদ্ধিরগঞ্জ অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:

  • সিদ্ধিরগঞ্জ
  • চিটাগাং রোড
  • মিজমিজি
  • চৌধুরীবাড়ি
  • বাতেন পাড়া
  • মৌচাক
  • পাসপোর্ট অফিস
  • লাকি বাজার
  • বউ বাজার
  • হাজিগঞ্জ
  • ওয়াবদারপুল
  • চেয়ারম্যান বাড়ি

তিতাস আরও জানিয়েছে, এসব এলাকার পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে।

তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহনশীলতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর