[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’, গান ও উৎসবে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৪:২৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

হাজারো ছাত্র-জনতা গানে গানে মাতিয়ে তুলেছেন ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। ব্যান্ড সংগীত, স্লোগান ও উদ্দীপনাময় পরিবেশনায় মুখর হয়ে ওঠে সমগ্র আয়োজন। বর্ষণস্নাত আবহাওয়ার মাঝেও জনস্রোত কমেনি; বরং অনেকেই ছাতা বা রেইনকোট ছাড়াই ভিজেছেন বৃষ্টিতে, কাঁধে জাতীয় পতাকা ও বুকে ‘জুলাই সনদ’ ব্যাজ ধারণ করে উৎসবে অংশ নিয়েছেন।

আয়োজনে অংশ নিতে আসা মিরপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম ইমন বলেন, “আজ ৩৬ জুলাই—এই দিনেই আমরা ছাত্র-জনতা মিলে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে বিজয় অর্জন করেছিলাম। সেই স্মৃতিকে ধারণ করতেই এসেছি।”

বেসরকারি চাকরিজীবী রবিউল আলম স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে যোগ দেন আয়োজনে। তিনি বলেন, “সেদিন আমি রাজপথে ছিলাম, আজও এসেছি সেই ঐতিহাসিক বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে।”

বৃষ্টির আশঙ্কায় আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় কিছু প্রাথমিক প্রস্তুতিও। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড়ের ব্যবস্থা রাখা হয়। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ে।

দুপুর ১২টায় ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা পরিবেশন করে ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘জারিগান’ এবং ইসলামিক সংগীত। এরপর মঞ্চে আসে ‘কলরব শিল্পীগোষ্ঠী’—তাদের পরিবেশনায় ছিল ‘তোমার কুদরতি পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।

পরবর্তীতে একে একে মঞ্চ মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী নাহিদ, তাশফি, সায়ান, ইথুন বাবু, মৌসুমি, পারশা মাহজাবিন, এলিটা করিম প্রমুখ। ব্যান্ড সংগীত পরিবেশন করে শূন্য, সোলস, ওয়ারফেজ, চিটাগাং হিপহপ হুড, এফ মাইনরসহ আরও অনেক দল।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।

গানের ছন্দ আর স্লোগানে মুখর হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। “জুলাই সনদ চাই”—এই দাবিতে একাত্ম হয়েছে ছাত্র-জনতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টির মাঝেও থেমে নেই তাদের উদ্দীপনা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর