ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছে জরুরি বিভাগের সকল চিকিৎসকরা।
এর সাথে চার দফা দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানান তারা।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এসব দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
শাটডাউনের আওতায় সারাদেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালে ও প্রাইভেট চেম্বারে ডাক্তারদের সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে।
এছাড়া বন্ধ থাকবে জরুরি বিভাগ, বহির্বিভাগ, জরুরি অপারেশন সব বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
এসআর
মন্তব্য করুন: