[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

উত্তরায় পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ২:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রায় দুই ঘণ্টা শিক্ষার্থীদের অবরোধে পড়েন।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থলে যান। পরিদর্শনের পর কলেজ ভবন ত্যাগের সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরেন এবং বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলার কনফারেন্স কক্ষে আশ্রয় নেন। সেখানে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনায় অংশ নেন তাঁরা।

বেলা পৌনে একটার দিকে আলোচনার পর উপদেষ্টারা কক্ষ থেকে বের হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
‘আপনাদের সব দাবি আমরা মেনে নিচ্ছি। যারা খারাপ ব্যবহার করেছে, তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন,
‘এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমরা অভিভাবক হিসেবে এসেছি, আপনাদের ভালোবাসা জানাতে।’

তবে উপদেষ্টাদের বেরিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। উত্তেজিত শিক্ষার্থীরা ফের তাঁদের ঘিরে ধরলে তাঁরা আবার কলেজ ভবনের ভেতরে চলে যান। এর মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপদেষ্টারা কলেজ ক্যাম্পাসেই অবস্থান করছিলেন এবং পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর