রাজধানীর ফার্মগেট স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময়ের জন্য বন্ধ ছিল মতিঝিলগামী একটি মেট্রোরেল।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ট্রেনটি চালু হয়।
উত্তরা থেকে আসা এক যাত্রী জানান, বিজয় সরণি মোড় অতিক্রম করার পরই হঠাৎ করে ট্রেনের অধিকাংশ আলো নিভে যায় এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। এমন অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশনে পৌঁছায় এবং যাত্রী ওঠানামা শেষে কিছু সময়ের জন্য থেমে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়, অনেকেই ট্রেন থেকে নেমে যান।
তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় যাত্রীরা বিভ্রান্ত হন। পরে কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি পুনরায় চলতে শুরু করে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, ফার্মগেট স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সমস্যা দ্রুত সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এসআর
মন্তব্য করুন: