[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

বনশ্রীতে বহুতল ভবনের সাততলায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনশ্রীর সি ব্লকের একটি সাততলা ভবনের শীর্ষতলায় আগুন লেগেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান,
“বনশ্রীর সি ব্লকে অবস্থিত একটি সাততলা ভবনের সর্বোচ্চ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।”

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভবনের ছাদের এক পাশে প্রথমে আগুনের শিখা দেখা যায়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ভবন থেকে নেমে আসেন।

আগুন লাগার সময় ভবনের ভেতরে কতজন ছিলেন বা কোনো ফাঁদে পড়া ব্যক্তির সন্ধান পাওয়া গেছে কিনা, তা নিয়ে অনুসন্ধান চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর