[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ১:০২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতাল ও কলেজ এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, বহিরাগতদের দাপট এবং ফুটপাতজুড়ে দোকানপাটের কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় দ্রুত বহিরাগতদের নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং আনসার সদস্যদের আরও সক্রিয় ভূমিকায় প্রত্যয়ন নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) কলেজের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাধিক কর্মসূচি পালন করে আসছেন।

এদিকে, আলোচিত এই ঘটনায় সর্বশেষ রোববার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর