[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১১:৩১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) ভোররাতে দুর্ঘটনার পর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) এবং তাদের তিন সন্তান তামিম (২২), রোকন (১৪) ও এক বছর বয়সী আয়েশা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর