লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সোমবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশে ৯টি খালের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য ভোক্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।
এসআর
মন্তব্য করুন: