[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১২:৩০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১২:৩১ পিএম

ফাইল ছবি

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে ক্রেতাদের কাঁধে চাপ বাড়িয়েছে।

গত দুই সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বর্তমানে অনেক সবজির কেজি দাম ৬০ থেকে ৮০ টাকা, এমনকি কিছু সবজি ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

বাজারদরের চিত্র

  • কাঁচা মরিচ: ১৪০–১৬০ টাকা/কেজি
  • চিচিঙ্গা: ৬০ টাকা/কেজি
  • ধন্দুল: ৮০ টাকা/কেজি
  • কচুর লতি: ৮০ টাকা/কেজি
  • বরবটি: ৮০ টাকা/কেজি
  • পেঁপে: ৪০ টাকা/কেজি
  • ঢেঁড়স: ৮০ টাকা/কেজি
  • পটল: ৬০ টাকা/কেজি
  • কাঁকরোল: ১০০ টাকা/কেজি
  • টমেটো: ১৪০–১৬০ টাকা/কেজি
  • গাঁজর: ১৬০ টাকা/কেজি
  • শসা: ৮০ টাকা/কেজি
  • আলু: ৩০ টাকা/কেজি

ক্রেতা-বিক্রেতার অভিজ্ঞতা

শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, ‘গত দুই সপ্তাহে সবজির দাম অনেক বেড়ে গেছে। কিছুদিন আগেও অনেকটা কম ছিল। এখন বাধ্য হয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে।’

বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। মালিবাগ বাজারের বিক্রেতা রাজু আহমেদ বলেন, ‘যেসব সবজির মৌসুম শেষ, সেগুলোর দাম স্বাভাবিকভাবেই বাড়ছে। নতুন মৌসুমের সবজি না আসা পর্যন্ত দাম কিছুটা বেশি থাকবে।’

রামপুরা বাজারের আরেক বিক্রেতা আলমগীর হোসেন জানান, পাইকারি বাজার থেকেই এখন বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় আমরাও আগের মতো বেশি পরিমাণ আনতে পারছি না। এতে বিক্রিও কমেছে। আগে ক্রেতারা ১ কেজি করে কিনতেন, এখন অনেকেই আধা কেজিতে সীমাবদ্ধ থাকছেন।

কিছুটা স্বস্তির আভাস

সবজি ব্যবসায়ীরা আশা করছেন, নতুন মৌসুমের ফসল বাজারে এলে দাম কিছুটা কমে আসবে। তবে এর আগে পর্যন্ত রাজধানীর সাধারণ মানুষকে আরও কিছুদিন বাড়তি দামে সবজি কিনতে হতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর