[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর টিকাটুলি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দ্রুত ইউনিট পাঠানো হয় এবং এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

ঘনবসতিপূর্ণ টিকাটুলির মতো এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগা একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে স্থানীয়রা জানান। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনের ভেতরে দাহ্য রাসায়নিক উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সতর্কতা এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলমান ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর