[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

মগবাজারের হোটেল থেকে স্বামী-স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ৬:৫৩ পিএম

প্রতিকী ছবি

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) বিকেলে এই তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত দম্পতি ছেলের চিকিৎসার জন্য শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং মগবাজারের সুইট স্লিপ হোটেলে উঠেন। তবে সেদিন কোনো চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারেননি।

রাতে তারা মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার এনে হোটেলে খান। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন। আজ দুপুরে তাদের আ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।

মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ হোটেলের খাবার ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর