ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে শাহবাগ হয়ে যাওয়া সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তাদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতারা।
নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্রতিবেদন লেখার সময় দেখা গেছে, শাহবাগ মোড়ে ও পাবলিক লাইব্রেরির সামনে বসে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কেউ কেউ মেট্রোরেল স্টেশন এলাকাতেও অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার, তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে ছয় দিনের রিমান্ডে নিয়েছে।
ছাত্রদলের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল হত্যাকারী নেই, তদন্তে গাফিলতি হচ্ছে। দ্রুত প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে না পারলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
এসআর
মন্তব্য করুন: