প্রকাশিত:
১৭ মে ২০২৫ ৮:১৭ পিএম
রাজধানীর মতিঝিল এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ২১ মতিঝিল এলাকায় অবস্থিত ওই ভবনে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: