ঢাকায় পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে। শহরের গণপরিবহনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
প্রকল্প সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে কেনা হচ্ছে ৪০০টি বৈদ্যুতিক বাস। বাসগুলো পরিচালনার জন্য স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পে ব্যয় হবে মোট ২,৫১০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ২,১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দিচ্ছে ৩৭৫ কোটি টাকা।
উপদেষ্টা আসিফ মাহমুদের মতে, এই প্রকল্প শুধু যানজট ও পরিবেশ দূষণ কমাতেই নয়, বরং নগরবাসীর চলাচলকে আরামদায়ক ও নির্ভরযোগ্য করে তুলবে।
পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এসআর
মন্তব্য করুন: