অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
সিসিটিভি ক্যামেরা নজরদারি প্রকল্পের চতুর্থ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
আইন-শৃঙ্খলা সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ট সালমান এফ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) ,পিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান( বার) পিপিএম (বার)।
অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএস গ্রুপের কর্ণধার সংবাদ প্রতিদিনের প্রকাশক এন এইচ বুলু প্রমুখ।
অনুষ্ঠানে স্মার্ট পার্কিং বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৩ সালে সর্বপ্রথম সিসিটিভির কার্যক্রম চালু করা হয় ঢাকা মহানগরীতে। ইতোমধ্যে এর সুফল পেয়েছেন নগরবাসী। ধাপে ধাপে ঢাকা মহানগরীর সব জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
এসআর
মন্তব্য করুন: