[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শান্তিনগরে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৫ ৮:২৪ পিএম

ফাইল  ছবি

রাজধানীর শান্তিনগরের বেইলি রোডসংলগ্ন ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর