ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাবতলীর বিআরটিএ ডিপো পরিদর্শনের সময় এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে, যাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল পুরোপুরি রোধ করা যায়। একইসঙ্গে যেসব ওয়ার্কশপে এসব অবৈধ যানবাহন তৈরি বা মেরামত করা হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলী টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফেরাতে আন্তঃজেলা বাস চলাচলের জন্য আলাদা রাস্তা নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বিশেষ করে উত্তরবঙ্গের বাসগুলো নির্ধারিত এই ডেডিকেটেড রুট ব্যবহার করবে, যাতে যানজট হ্রাস পায় এবং টার্মিনাল ব্যবস্থাপনা আরও উন্নত হয়।
এজাজ আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপি ও অন্যান্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। গাবতলী টার্মিনালের বাইরে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না এবং টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টারও সরিয়ে দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: