[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

৪ ঘণ্টা অচলাবস্থার পর স্বাভাবিক হল সায়েন্সল্যাব এলাকার যানচলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ৫:৪২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে প্রায় চার ঘণ্টা ধরে চলা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের অবসান ঘটেছে।

মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ উত্তেজনা বিকেল ৪টার পর নিয়ন্ত্রণে আসে, এরপরই মিরপুর রোডে স্বাভাবিক হয় যানচলাচল।

সংঘর্ষের সূত্রপাত হয় দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে, দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটির জেরে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও উভয় কলেজের শিক্ষকরা একাধিকবার হস্তক্ষেপ করেন। অবশেষে বিকেল ৪টার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের সংঘর্ষ হয়েছে। গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় মারধরের শিকার হন। এতে ধারণা করা হয় যে, এতে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত ছিল। এই ভুল বোঝাবুঝি থেকেই আজকের উত্তেজনা ছড়ায়।”

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর