[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সন্তানকে দিয়ে টিকটক, 'ক্রিম আপা' গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ৪:২৯ এএম

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ব্যবহার করে ভিডিও বানানোর অভিযোগে আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশ সাভার এলাকা থেকে তাকে আটক করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শারমিন শিলা তার সন্তানদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তা ফেসবুকে প্রকাশ করতেন।

এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে কখনো চুল ফেলে দেওয়া, আবার কখনো অতিরিক্ত সাজসজ্জা ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করতেন শারমিন।

পাশাপাশি গায়ের রং ফর্সাকারী ক্রিম বিক্রি করায় সামাজিক মাধ্যমে ‘ক্রিম আপা’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর