রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সংঘর্ষের পর মোটরসাইকেল চালক ও পেছনের আরোহীকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ দুটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুই যুবক মোটরসাইকেলে ফ্লাইওভারে উঠছিলেন, তখন একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে পেছনের যাত্রী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন, আর চালক ছিটকে পড়েন ফ্লাইওভারের ওপরেই। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এসআর
মন্তব্য করুন: