protidinerbangla22@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫ ৭:৫২ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

নামাজের আগে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বয়ান করেন। তিনি বলেন, "রোজাদারদের জন্য ঈদ আল্লাহর এক বিশেষ উপহার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। এই আনন্দের দিন ধনী-গরিব সবাইকে একত্রিত করে এবং সাম্যের বার্তা বহন করে।"

তিনি আরও বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করা উচিত। তবেই আমরা প্রকৃত অর্থে রমজানের আদর্শ অনুসরণ করতে পারব।"

ঈদের দিন দুঃস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ইমাম বলেন, "ঈদ কেবল ব্যক্তিগত আনন্দের দিন নয়, এটি সমাজের সকল স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সংহতি গড়ে তোলারও দিন। তাই আমাদের উচিত দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং ঈদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করা।"

আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ৭টায় প্রথম জামাতের পর এক ঘণ্টা অন্তর অন্তর আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এবং মুকাব্বির হবেন খাদেম মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।

সর্বশেষ পঞ্চম জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিরা সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। জামাতে অংশ নিতে আসা মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর