[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ১০:৪৬ পিএম
আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১১:২০ পিএম

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি এবং বিকল্প মোকাব্বির হিসেবে বাংলাদেশ বেতারের বিশিষ্ট ক্বারি এমদাদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে।

রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে ঈদের জামাতে অংশ নেবেন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

মুসল্লিদের সুবিধার জন্য ওজু, টয়লেট, সুপেয় পানি, প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও পবিত্র ও আরামদায়ক কার্পেট বিছানো থাকবে, ফলে জায়নামাজ ও পানি সঙ্গে আনার প্রয়োজন নেই।

মুসল্লিদের প্রবেশের জন্য ২টি এবং নির্বিঘ্নে বাহির হওয়ার জন্য ৫টি গেটের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান গেট থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া ঈদ জামাত উপলক্ষে সকল প্রস্তুতির কথা জানিয়ে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাইকে প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর