[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫ ১:৫২ এএম

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে শুরু হওয়া এই যানজট প্রায় সাড়ে ৩ ঘণ্টা স্থায়ী হয় এবং রাত পৌনে ১২টার দিকে ধীরে ধীরে স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। যানজটের কারণে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, কেউ কেউ হেঁটেও রওনা দেন।

যাত্রী আলমগীর হোসেন বলেন, "শিমরাইল থেকে শনির আখড়া যেতে সাড়ে ৭টায় গাড়িতে উঠেছিলাম, কিন্তু সিদ্ধিরগঞ্জের মৌচাক পৌঁছাতেই আধা ঘণ্টার বেশি লেগে গেছে।"

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান আটকে রাখার কারণে এ যানজটের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে ডিএমপি কমিশনারের সঙ্গে সমন্বয় করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, "আমাদের পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। যানজটের প্রভাব মূলত ঢাকার অংশে পড়েছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর