ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কিছু সড়ক, অবকাঠামো, সেতু, ফ্লাইওভার, মসজিদ ও পার্কের নাম পরিবর্তন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অনুমোদন এবং নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশের ভিত্তিতে এ পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন নামকরণ অনুযায়ী ‘বঙ্গবন্ধু এভিনিউ’ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ নামে পরিচিত হবে। এছাড়া, ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ হবে ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’, ‘মেয়র হানিফ জামে মসজিদ’ হবে ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’, এবং ‘মেয়র হানিফ মসজিদ’ হবে ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’।
এছাড়া আরও কিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। যেমন—
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সড়ক, অবকাঠামো, স্থাপনা ও অন্যান্য স্থানের নতুন নাম অনুসারে সব কার্যক্রম পরিচালিত হবে।
এসআর
মন্তব্য করুন: