[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধু এভিনিউ'সহ নানা স্থাপনার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১২:৫৪ এএম

লোগো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কিছু সড়ক, অবকাঠামো, সেতু, ফ্লাইওভার, মসজিদ ও পার্কের নাম পরিবর্তন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অনুমোদন এবং নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশের ভিত্তিতে এ পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন নামকরণ অনুযায়ী ‘বঙ্গবন্ধু এভিনিউ’ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ নামে পরিচিত হবে। এছাড়া, ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ হবে ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’, ‘মেয়র হানিফ জামে মসজিদ’ হবে ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’, এবং ‘মেয়র হানিফ মসজিদ’ হবে ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’।

এছাড়া আরও কিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। যেমন—

  • ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’ এখন হবে ‘ইনার রিং রোড’
  • ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ হবে ‘ঝাউচর প্রধান সড়ক’
  • ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ হবে ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’
  • ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ হবে ‘কলাবাগান শিশু পার্ক’ ও ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’
  • ‘মেয়র শেখ তাপস সেতু’ হবে ‘কামরাঙ্গীরচর ব্রিজ’
  • ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ হবে ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’
  • ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ হবে ‘সরাফতগঞ্জ পার্ক’
  • ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ হবে ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’
  • ‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ হবে ‘নগরভবন অডিটোরিয়াম’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সড়ক, অবকাঠামো, স্থাপনা ও অন্যান্য স্থানের নতুন নাম অনুসারে সব কার্যক্রম পরিচালিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর