[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার মারধরে বাড়ির মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ৯:৩৪ পিএম

ফাইল ছবি

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার মারধরে এক বাড়ির মালিক নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়া এক ব্যক্তি বাড়ির মালিককে মারধর করেন।

পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পর অভিযুক্ত ভাড়াটিয়া পালিয়ে গেছে।

তবে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর