[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ৫:১৯ পিএম

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল ঢাকার মেট্রোরেল চলাচল, যার ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানায়।

সূত্র জানায়, বিকেল ৩টা ৪০ মিনিটে যান্ত্রিক সমস্যার কারণে একটি ট্রেন আটকে যায়, যার ফলে স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে এর পেছনের ট্রেনগুলোর চলাচলও বাধাগ্রস্ত হয়।বিকেল ৪টার দিকে কারওয়ান বাজার স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন যাত্রীসহ অপেক্ষমাণ ছিল।

ট্রেন ছাড়ার অনিশ্চয়তার কারণে যাত্রীরা নামতে দ্বিধাগ্রস্ত ছিলেন।তবে ৪টা ৮ মিনিটে সমস্যা সমাধান করে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, **"যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশন থেকে মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর