[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

গুলশানে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ১:৩২ এএম

নিহত সুমন

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতের নাম সুমন (৩৫), যিনি ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানিয়েছেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সুমনের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর গ্রামে। তিনি রাজধানীর মহাখালীতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন এবং একসময় ওই এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর