[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ঈদুল ফিতরের নিরাপত্তায় ডিএমপির ১৪ দিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১১:০২ পিএম

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৯ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

পুলিশের পাশাপাশি ‘অক্সিলারি পুলিশ’ নিয়োগ করা হয়েছে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে। তবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।

ডিএমপির পক্ষ থেকে নাগরিকদের জন্য ১৪টি নিরাপত্তা পরামর্শ দেওয়া হয়েছে:

১. বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বিমা ও বিপণিবিতানে নিরাপত্তারক্ষীদের দায়িত্ব জোরদার করতে হবে এবং ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে হবে।
২. বাসাবাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করতে হবে এবং নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে।
৩. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখার ব্যবস্থা করতে হবে।
4. বাসার মূল দরজায় নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।
৫. রাতে বাসা ও প্রতিষ্ঠান চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।
৬. মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে ব্যাংক লকার ব্যবহার করা যেতে পারে।
৭. প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং অনুপস্থিতির সময় তাদের মাধ্যমে নজরদারি নিশ্চিত করতে হবে।
৮. ভাড়াটিয়ারা বাসা ছাড়ার আগে বাড়ির মালিককে অবহিত করবেন।
৯. নিরাপত্তাকর্মীদের সতর্ক করতে হবে যেন অনুমতি ছাড়া কেউ ভবনে প্রবেশ না করে।
১০. বাসা বা প্রতিষ্ঠান ছাড়ার আগে ইলেকট্রিক সুইচ, পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
১১. গাড়ির গ্যারেজ নিরাপদ রাখতে হবে।
১২. জানালা বা দরজার পাশে থাকা গাছের ঝুঁকিপূর্ণ ডাল কেটে ফেলতে হবে, যাতে অপরাধীরা প্রবেশের সুযোগ না পায়।
১৩. মহল্লায় সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশকে অবহিত করতে হবে।
১৪. কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আশঙ্কা দেখা দিলে নিকটস্থ পুলিশ ফাঁড়ি বা থানাকে জানাতে হবে।

জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে ডিএমপি কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়েছে:
০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯।

নগরবাসীর সহযোগিতায় ও সচেতনতায় নিরাপদ ঈদ উদযাপন সম্ভব বলে ডিএমপি আশা প্রকাশ করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর