[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

ধর্ষণ মামলার আসামিকে পুলিশের থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১:৫৮ এএম

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ‘উত্তেজিত জনতা’।

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এতে খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে খিলগাঁও মধ্যপাড়ায় পাড়ায় এ হামলা হয়। খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন জানান, আসামিকে থানায় নিয়ে যাওয়ার সময় কয়েকশ মানুষ পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনিয়ে নেয়।

এ সময় তারা গ্রেপ্তার আসামিকে পিটিয়ে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামি ও আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

গণপিটুনির শিকার যুবককে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে ধর্ষণের শিকার ছয় বছর বয়সী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

সেখানে শিশুটির পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি কামাল হোসেন। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর