[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

কর্মবিরতি প্রত্যাহার, পুনরায় চালু মেট্রোরেল টিকিট ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ১১:২৬ এএম

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীদের কর্মবিরতি দেড় ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে মেট্রোরেল এবং টিকিটিং ব্যবস্থা পুনরায় চালু হয়।

এর আগে, এমআরটি পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ডিএমটিসিএল-এর চার কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে, যা নিয়ে মেট্রোরেল কর্মীরা মধ্যরাত থেকে কর্মবিরতি পালন শুরু করেন।

যাত্রীদের দুর্ভোগ কমাতে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল চালু রাখার সিদ্ধান্ত নেয়, তবে কর্মী সংকটের কারণে কিছু সময়ের জন্য টিকিট কাউন্টার বন্ধ ছিল। ফলে যাত্রীরা বিনা টিকিটে চলাচল করেন।

মেট্রোরেল কর্মীরা অভিযোগ করেন, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে সচিবালয় স্টেশনে ইউনিফর্ম ছাড়া দুই নারী বিনা টিকিটে প্রবেশ করে সুইং গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত সিআরএ তাদের পরিচয় জানতে চাইলে, উত্তেজনার সৃষ্টি হয় এবং এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে বিষয়টি গড়ায়। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য এসে স্টেশন কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে, এক পুলিশ সদস্য এক কর্মীর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করেন এবং অন্য এক কর্মীর কলার ধরে মারধর করেন। এমনকি গুলি করার হুমকিও দেন।

এই ঘটনার পর মেট্রোরেল কর্মীরা ছয় দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি, মেট্রোরেলের জন্য নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছিল। তারা জানিয়ে দেন, দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আশ্বাস দিলে মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং সকাল ৯টা থেকে টিকিট ব্যবস্থা চালু করা হয়। তবে কর্মীরা জানিয়েছেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং দাবি পূরণ না হলে পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর