[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১০:২২ পিএম

ফাইল ছবি

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

পুলিশ জানায়,  সোমবার সেহরির সময় উত্তরখানের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান জানান, মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া গত বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে ওই বাসায় ভাড়া থাকছিলেন। কয়েকদিন আগে তিনি এক নারী ও তরুণকে ভাবি-ভাতিজা পরিচয়ে বাসায় নিয়ে আসেন।

সেহরির সময় বাথরুমে গেলে সেখানে হামলার শিকার হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় বের হয়ে বেলকুনিতে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। বাসার মালিক ও ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের স্ত্রী সাদিয়া রেহমান দুই সন্তান নিয়ে শান্তিনগরে থাকেন। তিনি জানান, স্বামী আলাদা থাকতেন এবং পারিবারিক কারণে তাদের মধ্যে দূরত্ব ছিল। পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানোর পরও তিনি থানায় যাননি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার বড় ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।

হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর