[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ধূমপান করায় তরুণীকে হেনস্তাকারী সেই রিংকু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৮:৩৪ পিএম

ফাইল ছবি

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন, যেখানে উল্লেখ করেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২ মার্চ লালমাটিয়ার একটি চায়ের দোকানে প্রকাশ্যে ধূমপান করায় দুই তরুণীকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এক বয়স্ক ব্যক্তির আপত্তির পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর