[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আটজনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১২:০৬ এএম

প্রতীকি ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে রোববার আটজন গণপিটুনির শিকার হয়েছেন।

পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীতে চারজন, চকবাজারে দুইজন, মতিঝিল ও ভাটারায় একজন করে গণপিটুনির শিকার হন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, দুপুর ১২টার দিকে কোনাপাড়ায় ছিনতাইচেষ্টার সময় তিন ভাই—রফিকুল ইসলাম, রবিউল ইসলাম ও রিপন মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

একই সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় ছিনতাইয়ের অভিযোগে সোহাগ মিয়াকে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয় এবং পরে থানায় নিয়ে যায়।

চকবাজার থানার এসআই জহুরুল ইসলাম জানান, বকশীবাজার এলাকায় কাগজের কার্টন চুরির অভিযোগে অপু ও আলী নামে দুইজনকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।

মতিঝিল থানার এএসআই সাদ্দাম জানান, এজিবি কলোনি এলাকায় এক নারীর ব্যাগ নিয়ে পালানোর সময় তন্ময় নামে এক কিশোরকে আটক করে স্থানীয়রা মারধর করেন।

ভাটারা থানার এসআই কামরুজ্জামান জানান, সোলমাইদ এলাকায় একটি ভবনের চারতলা থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও ল্যাপটপ চুরির অভিযোগে মানিক মিয়া নামে এক যুবক গণপিটুনির শিকার হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গণপিটুনি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর