[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ১১:২৯ এএম

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ব্যক্তিরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এখনো পর্যন্ত হামলার কারণ বা কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।”

প্রাপ্ত তথ্যমতে, প্রবর্তনা বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং উপদেষ্টা ফরিদা আখতার পরিচালিত একটি প্রতিষ্ঠান। ফরিদা আখতার বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তদন্তের মাধ্যমে হামলার পেছনের উদ্দেশ্য ও দোষীদের শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর