রাজধানীর পান্থপথে একটি মসজিদ থেকে জুতা চুরির পর খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে ইবতেশাম রহমান আলফি (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি জানিয়েছেন, বান্ধবীর জন্মদিনের উপহার কেনার জন্য অর্থের অভাবে তিনি জুতা চুরিতে নেমেছিলেন।
চুরির পর ধরা পড়লে সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে পালানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।
পুলিশ আরও জানায়, আলফির কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি দেখতে আসল মনে হলেও এটি খেলনা। তিনি জানান, বসুন্ধরা সিটি শপিং মল থেকে ৫৪ হাজার টাকায় এটি কিনেছিলেন।
আটককৃত আলফির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: