[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরি, অবশেষে শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ১:৫১ এএম
আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১:৫৩ এএম

ইবতেশাম রহমান আলফি (১৮)

রাজধানীর পান্থপথে একটি মসজিদ থেকে জুতা চুরির পর খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে ইবতেশাম রহমান আলফি (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এক মসজিদে এ ঘটনা ঘটে।

আটককৃত আলফি নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি জানিয়েছেন, বান্ধবীর জন্মদিনের উপহার কেনার জন্য অর্থের অভাবে তিনি জুতা চুরিতে নেমেছিলেন।

চুরির পর ধরা পড়লে সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে পালানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।

পুলিশ আরও জানায়, আলফির কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি দেখতে আসল মনে হলেও এটি খেলনা। তিনি জানান, বসুন্ধরা সিটি শপিং মল থেকে ৫৪ হাজার টাকায় এটি কিনেছিলেন।

আটককৃত আলফির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর