[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

মগবাজারে অস্ত্রের মহড়া, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ১২:১৪ এএম

রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি।

রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, গণপিটুনিতে আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (বিপু)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক সূত্র জানায়, ওই এলাকায় একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ সময় মাহফুজুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন।

এ সময় স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে সন্দেহভাজনদের ধরতে আহ্বান জানানো হয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর