রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে লাগা অগ্নিকাণ্ড দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় বুধবার (৫ মার্চ) দিনগত রাতে আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টা ৮ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
প্রায় এক ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
এসআর
মন্তব্য করুন: