[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১২:৩৫ এএম

ফাইল ছবি

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর লালমাটিয়ায় মশাল মিছিল করেছে কয়েকশ নারী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘মোহাম্মদপুর বাসী’ ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যেমন— “নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না” ও “ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে”। পরে স্থানীয় বাসিন্দারাও মিছিলে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, লালমাটিয়া এলাকায় মাদক সেবনের হার বেড়েছে। তরুণ-তরুণীরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, যা শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, “ধূমপান ও মাদকের কারণে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে প্রকাশ্যে ধূমপানের ফলে শিশুসহ অধূমপায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমরা সরকারের কাছে দাবি জানাই, সারা দেশে প্রকাশ্যে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর