ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে ম্যানুয়াল টোল আদায়ের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানায়, স্বয়ংক্রিয় টোল পদ্ধতির পরিবর্তে হাতে করে টোল নেওয়ার কারণে তেজগাঁও এলাকায় যানজটের মাত্রা বেড়ে যায়।
প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শে তেজগাঁও থেকে বিমানবন্দরগামী পথে স্বয়ংক্রিয় টোল বুথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পরিদর্শনে দেখা গেছে, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ফলে যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে এবং চালকদের অপেক্ষা করতে হচ্ছে বেশি সময়।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি যানজট এড়াতে উত্তরাগামী যানবাহনকে মহাখালী র্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।
এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই পরিবর্তন কার্যকর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
শনিবার (১ মার্চ) এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক সাইনবোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমার নির্দেশনা দেখা গেছে।
হাসিব খান জানান, ডিএমপি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদনের পর নতুন গতিসীমা কার্যকর করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: